১। পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষন ও রক্ষনাবেক্ষন।
২। শিক্ষা এবং প্রাথমিক ও গন শিক্ষা বিষয়ক কার্যক্রম।
৩। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কার্যক্রম।
৪। কৃষি, মতস্য ও প্রানী সম্পদ ও অন্যান্য অর্খনৈতিক উন্নয়ন মূলক বিষয়ক কার্যক্রম।
৫। মহামারী নিয়ন্ত্রন দূর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
৬। কর, রেইট, টোল, ফিস ইত্যাদি ধার্য্যকরন ও আদায়।
৭। পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ।
৮। পরিবেশ উন্নয়ন ও সংরক্ষনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
৯। খেলা ধুলা, সামাজিক উন্নয়ন, সংস্কৃতি ইত্যাদি কার্যক্রম বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
১০। আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অর্পিত দ্বায়িত্ব পালন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
১১। জন্ম ও মৃত্যু নিবন্ধন করন।
১২। সরকারী স্থান, উম্মূক্ত জায়গা ও খেলাধুলার মাঠ হেফাজত করা।
১৩। ইউনিয়ন পরষদের রাস্তায় ও সরকারী স্থানে বাতি জ্বালানো।
১৪। বৃক্ষরোপন, সংরক্ষন ও বৃক্ষ সম্পদের ক্ষতি ও ধ্বংস প্রতিরোধ।
১৫। কবর স্থান, শ্মশান, জনসাধারনের সভার স্থানে বাতি জ্বালানো।
১৬। মৃত্যু পশুর দেহ অপসারন, নিয়ন্ত্রন ও পশু জবাই নিয়ন্ত্রন।
১৭। ইউনিয়নের নতুন বাড়ি দালান নির্মান, পূণ: নির্মান, বিপদ জনক দালান নিয়ন্ত্রন।
১৮। কূয়া পানি তোলার জলাধার, পুকুর ও পানি সরবরাহের অন্যান্য স্থান সংরক্ষন।
১৯। খাবার পানির উতসের দূষণ রোধ এবং জন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহ যুক্ত কুপ, পুকুর, এবং পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি নিষদ্ধ করন।
২০। থরা, বন্যা, ঝড়, শিলাবৃষ্টি, ভূমিকম্প, ও অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ততপরতা গ্রহণ ও সরকারকে সার্ক্ষনিক সহায়তা প্রদান।
২১। বিধবা, এতিম, গরিব ও দূ:স্থ্য ব্যক্তিদের তালিকা সংরক্ষন ও সাহায়্য করা।
২২। সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়ন ও বিকাশ ঘটানো।
২৩। বাড়তি খাদ্য উতপাদনের ব্যবস্থা করা।
২৪। গবাদি পশুর খোয়াড় নিয়ন্ত্রন ও রক্ষনাবেক্ষনের ব্যবস্থা করা।
২৫। প্রাথমিক চিকিতসা কেন্দ্রের ব্যবস্থা করা।
২৬। ইউনিয়নের বাসিন্দদের নিরাপত্তা বিধান করা।
২৭। সরকার কতৃক সময়ে সময়ে আরোপিত দ্বায়িত্ববলী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস