ক্রমিক নং | সেবার বিবরন | যোগ্যতা ও প্রক্রিয়া | সেবার মূল্য | সময়সীমা |
১ | নাগরিকত্ব ও চারিত্রিক সনদ | ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পরিবার প্রধানের ইউপি কর পরিশোধের রশিদ অথবা পাশ বহি প্রদর্শন করতে হবে। | বিনামূল্যে | ০৩দিন |
২ | জন্ম নিবন্ধন | ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে । টিকা কার্ড জন্ম তারিখ সম্পর্কিত ডাক্তারী সনদ, পরীক্ষা পাশের সনদ, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, বিবাহ রেজি: নামা, পাসপোর্ট প্রদর্শন ও ফটোকপি প্রদান করতে হবে এবং নির্ধারিত ফরম পূরন করে ইউপি সদস্যের প্রত্যয়ন সহ আবেদন করতে হবে। | আঠারো বছরের উর্দ্ধে ৫০টাকা এবং যে কোন বয়সের সনদ প্রদান ২০টাকা | ৩০দিন |
৩ | মৃত্যু নিবন্ধন | মৃত্যু সংক্রান্ত ডাক্তারী সনদ,জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন সনদ প্রদর্শন ও ফটোকপি সহ নির্ধারিত ফরমে ইউপি সদস্যের প্রত্যয়ন সহ আবেদন করতে হবে। | বিনামূল্যে | ৩০দিন |
৪ | ট্রেড লাইসেন্স | ইউনিয়ন এলাকায় ব্যবসা করার নিমিত্তে জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি ও অন্যান্য লাইসেন্স এর ফটোকপি সহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ব্যবসার উপর কর পরিশোধ করতে হবে। হোল্ডিং কর পরিশোধ করতে হবে। | ব্যবসার আকার ভেদে মূল্য নির্ধারন | ৭দিন |
৫ | ওয়ারীশন সনদ | নির্ধারিত ফরম পূরন করে ইউপি সদস্যের প্রত্যায়ন সহ আবেদন করতে হবে। | ৫০টাকা | ৭দিন |
৬ | বিবিধ প্রত্যয়ন পত্র | বিস্তারিত বিবরন উল্লেখ করে আবেদন করতে হবে। ইউপি সদস্যের প্রত্যয়ন জমা দিতে হবে। | ২০টাকা | ৭দিন |
৭ | থাদ্য সহায়তা | ক. দু:স্থ্য পরিবারের প্রধান খ. অন্য কোন সরকারী সহায়তা পায়না গ. সংশ্লিষ্ট এলাকার মধ্যে তূলনামূলক দরিদ্র হতে হবে। | বিনামূল্যে | সরকার কতৃক নির্ধারিত সময়ে |
৮ | বিধবা ভাতা | ক. দু:স্থ্য পরিবারের বয়স্ক বিধবা মহিলা খ. এলাকার মধ্যে তুলনামূলক দরিদ্র গ. সরকারী বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে | বিনামূল্যে | সরকার কতৃক নির্ধারিত সময়ে |
৯ | বয়স্ক ভাতা | ক. দু:স্থ্য পরিবারের ৬৫ বছরের বেশী বয়স্ক লোক। খ. এলাকার মধ্যে তুলনামূলক বেশী দরিদ্র গ. সরকারী বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে | বিনামূল্যে | সরকার কতৃক নির্ধারিত সময়ে |
১০ | যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করনও স্যানীটারী ল্যাট্রিন সরবরাহ করন | ক. ওয়ার্ড সভায় উপস্থিত হয়ে মতামত প্রদান করতে হবে। খ. জরুরী প্রয়োজনে ইউপি সদস্যের সাথে যোগাযোগ করতে হবে। গ. উম্মুক্ত বাজেট সভা ও পরিকল্পনা সভায় মতামত প্রদান করতে হবে। | বিনামূল্যে | প্রতিবছর আগষ্ট ও জানুয়ারী মাসে |
১১ | শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন | ক. ওয়ার্ড সভায় উপস্থিত হয়ে মতামত প্রদান করতে হবে। খ. সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কতৃক ইউপিতে আবেদন করতে হবে। | বিনামূল্যে | প্রতি বছর আগষ্ট ও জানুয়ারী মাসে |
১২ | গ্রাম আদালতের মাধ্যমে বিচার | ক. বিরোধের বিষয় আর্থিক মূল্য অনূর্দ্ধ ২৫০০০টাকা খ. ১০ জনের কম সংখ্যক লোকের মধ্যে বিরোধ গ. লিখিত ভাবে স্বাক্ষীর নাম সহ আবেদন | ফৌজদারী-২ টাকা দেওয়ানী- ৪ টাকা | ৩০দিন |
১৩ | পারিবারিক আদালতের মাধ্যমে বিচার | ক. তালাক বিষয়ক জঠিলতা নিরসন খ. ভরন পোষন বিষয়ক জঠিলতা নিরসন গ. অভিভাবকত্ব বিষয়ক জঠিলতা নিরসন ঘ. বাল্যবিবাহ বিষয়ক জঠিলতা নিরসন | বিনামূল্যে | পরিস্থিতি বিবেচনায় যত দ্রুত সম্ভব |
১৪ | আইনশৃঙ্খলা | ক. রাত্রীকালীন মহড়া ও রাস্তায় নিরাপত্তা প্রদান খ. জন্দেহ জনক ও বিপদ জনক ব্যক্তিকে গ্রেপ্তার গ. পলাতক ও অন্যান্য মামলার আসামী গ্রেপ্তার ও সহযোগিতা ঘ. নেশাজাতীয় পন্যের উতপাদন ব্যবহার প্রতিরোধ | বিনামূল্যে | পরিস্থিতি বিবেচনায় যত দ্রুত সম্ভব |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস